ডিজিটাল আইসিটি মেলায় যত উপহার

১৩ অক্টোবর, ২০১৯ ১৩:৪৭  
নানা আয়োজনে ঢাকার কম্পিউটার মার্কেট এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্ল্যান) চলছে ডিজিটাল আইসিটি মেলা। দশমবারের মতো আয়োজিত এই মেলা চলবে আগামীকাল ১৪ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত। মেলা চলাকালীন সময় প্রতিদিন র‌্যাফেল-ড্র এর মাধ্যমে বিমান টিকিটি, বিদেশ ভ্রমন সুযোগ, ল্যাপটপ, ট্যাব, স্মার্টফোন, টি-র্শাটসহ নানা ধরনের পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে আয়োজকরা। আয়োজকরা জানিয়েছেন, আজ র‌্যাফেল ড্র মাধ্যমে রয়েছে ঢাকা- ব্যাংকক-ফুকেট-ব্যাংকক-ঢাকা বিমান টিকিটের সাথে ৪ রাত ৩ দিন থাকার সুযোগ। গেম প্রেমিদের জন্য তৃতীয় তলায় রয়েছে গেমিং জোন এবং নিচ তলায় ইসেটের বুথে রয়েছে সেলফি প্রতিযোগিতা। সেলফি প্রতিযোগিতায় অংশগ্রহন করে প্রতিদিন পুরস্কার হিসেবে পেতে পারেন ব্যাগ, কলম ও এন্টিভাইরাস। আগামীকাল সোমবার মেলার শেষদিনও সন্ধ্যায় থাকছে র‌্যাফেল ড্রর মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ। মেলায় এইপির ল্যাপটপ কিনলে হেলিকপ্টার রাইডসহ ছাড় ও উপহার দেয়া হচ্ছে। টিপি-লিংকের এক হাজার টাকার পণ্য মিলছে উপহারে। এসারের ল্যাপটপ কিনলে থাকছে প্রোলিংকের হেডফোন। মেলা উপলক্ষ্যে আসুসের পক্ষে ঘোষিত “আসুস কার্নিভাল” অফারের আওতায় স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে ক্রেতাদের উপহার হিসেবে দেয়া হচ্ছেপেনড্রাইভ, পাওয়ার স্ট্রিপ, রাউটার, ব্লুটুথ স্পিকার, টি-শার্ট। অন্যদিকে লেনোভো ল্যাপটপ ক্রয় করলেই পাচ্ছেন ওয়্যারলেস হেডফোন এবং ভাউচার সুবিধা। লেনোভো শীর্ষক “বিগ ফেসটিভ বোনেনজা” অফারের আওতায় লেনোভোর নতুন আইডিয়াপ্যাড এস৩৪০ ক্রয়ে দেয়া হচ্ছে একটি ব্লুটুথ হেডফোন, লেনোভো লিজিওন ওয়াই৫৩০ ল্যাপটপ কিনলে ৩০০০/- টাকার ভাউচার এবং অন্যান্য যে কোন লেনোভোর ল্যাপটপ কিনলেই দেয়া হচ্ছে টিশার্ট, মগ, ৫০০ টাকার ভাউচারের মত উপহার। এছাড়াও এডাটার পক্ষ থেকে এডাটার এসএসডি, পাওয়ার ব্যাংক, পোর্টেবল হার্ড্রাইভ এবং পেনড্রাইভের সাথে মগ উপহার দিচ্ছে।